Please visit the sample dashboard provided in 'Open Dashboard' to get an idea of a dashboard created using the National Dashboard Framework
জাতীয় ড্যাশবোর্ড সম্পর্কে
বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে উপাত্ত-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ সংস্কৃতি প্রচলনে সরকার উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছে। উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নের অগ্রযাত্রায় উপাত্ত-নির্ভর সিদ্ধান্ত-গ্রহণ পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এক্ষেত্রে, নাগরিককেন্দ্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং কাগজবিহীন, উপাত্ত-নির্ভর, আন্তঃসংযুক্ত, আন্তঃচালিত, সমন্বিত, স্বয়ংক্রিয় সরকার ব্যবস্থা বাস্তবায়নে জন্য উপাত্ত নির্ভর সিদ্ধান্ত গ্রহণ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে, মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং এটুআই-এর ফ্যাসিলিটেশনে জাতীয় ড্যাশবোর্ড ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। জাতীয় ড্যাশবোর্ড ফ্রেমওয়ার্ক এমন একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যার মাধ্যমে মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের যেকোনো পর্যায়ের যেকোনো কর্মকর্তা তথ্য-উপাত্ত প্রদান করে তার দপ্তরের জন্য উপাত্ত-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হিসেবে জাতীয় ড্যাশবোর্ড প্রস্তুত করতে পারেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ ও দপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন করে উপাত্ত-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তুলতে পারে। জাতীয় ড্যাশবোর্ড সরকার ব্যবস্থার বিভিন্ন কার্যক্রমের তথ্য-উপাত্ত ভিজুয়ালাইজেশনে সহায়তা করে। এছাড়াও প্রথাগত ও অ-প্রথাগত বিভিন্ন উৎসের উপাত্ত ব্যবহার এবং দপ্তর-ভিত্তিক উপাত্ত সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণকে অনেক বেশি প্রমাণ-নির্ভর করে। এই প্ল্যাটফর্মটি যেকোনো ডাটা সেটকে দ্রুত এবং সহজে স্পষ্ট ভিজুয়ালাইজেশন এবং উপস্থাপনের জন্য একটি ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস দেয়। এর মাধ্যমে সরকার-ব্যবস্থার সকল স্তরের কর্মকর্তাগণ তাঁদের দক্ষতা ব্যবহার করে খুব সহজেই উপাত্ত-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। যার ফলে, আন্তঃসংযুক্ত, আন্তঃচালিত, সমন্বিত, স্বয়ংক্রিয়, নাগরিককেন্দ্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং কাগজবিহীন সরকার ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
জাতীয় ড্যাশবোর্ড উদ্যোগটি সরকারি কর্মকর্তাগণকে উপাত্ত বিশ্লেষণ এবং অত্যাধুনিক প্রযুক্তি-ভিত্তিক তথ্য-উপাত্ত উদ্ভাবনে দক্ষতা বৃদ্ধি করার সুযোগ করে দেয়, যা এসডিজি-সহ অপারপর জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনকে ত্বরান্বিত করবে। জাতীয় ড্যাশবোর্ড সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপাত্তকে ব্যবহার করে ‘বৈষম্যহীন সরকারি সেবা’ নিশ্চিত করতে এবং সর্বাত্মক উন্নয়নের জন্য উপাত্ত-ভিত্তিক সুশাসন গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে। সুতরাং, জাতীয় ড্যাশবোর্ড - একটি সার্বজনীন প্ল্যাটফর্ম, যা উপাত্ত-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি, উপাত্ত-ভিত্তিক নেতৃত্বের বিকাশ এবং উপাত্ত-নির্ভর সুশাসন প্রতিষ্ঠা করে।
গুরুত্বপূর্ণ ফিচারসমূহ
ডাটা কানেক্টিভিটি
ডাটা ভিজুয়ালাইজেশন
কাস্টোমাইজড ড্যাশবোর্ড
ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস
ইন্টার-অপারেবিলিটি
সিদ্ধান্ত গ্রহণ সহায়তা